সরাইলে নারী ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারী ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও কর্মমুখী সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে আজ মঙ্গলবার( ২৬জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে উক্ত কর্মশালা হয়। কর্মমুখী সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান ইসমাইল হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন সরাইলের সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, শিক্ষিকা নাসিমা ইয়াসমিন ও শেফালী ওয়াস্তি প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, কাজি, শিক্ষক-শিক্ষিকা, সমাজসেবীসহ বিভিন্নস্তরের ৫৫ জন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য লিখুন