সরাইলে জনতার হাতে ৪ ট্রান্সমিটার চোর আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে জনতার হাতে ৪ ট্রান্সমিটার চোর আটক
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনতার হাতে আটক হয়েছে ৪ ট্রান্সমিটার চোর। শনিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কেরর পাশে সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) নামক এলাকায় ট্রান্সমিটার চুরি করাকালে সংঘবদ্ধ চোর চক্রের ৪ জনকে ঘটনাস্থলে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে তাদের উত্তমমধ্যম দিয়ে স্থানীয় বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ৪ চোরকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় জনতা। এ সময় ট্রান্সমিটার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও ১১ বান্ডিল কয়েল উদ্ধার তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইসলামাবাদ নামক এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে পিকআপ ভ্যান নিয়ে একটি সংঘবদ্ধ চোর চক্র শনিবার গভীর রাতে সেখানে এসে ট্রান্সমিটার খুলতে শুরু করে। ট্রান্সমিটারটির ভেতরে ব্যবহৃত মূল্যবান ধাতব তামার ক্যাবল বের করার সময় স্থানীয় লোকজন চারদিক থেকে চোরদের ঘিরে ফেলে। এ সময় মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে লোকজন নেমে স্থানীয় জনতার সাথে যুক্ত হলে সংঘবদ্ধ চোর চক্রের ৪ জন জনতার হাতে ধরা পড়ে। চোর চক্রের বাকীরা পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ সময় ৪ চোরকে উত্তমমধ্যম দিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়।
আটকৃত ৪ চোর হলো নাসিরনগর উপজেলার চাতলপাড় ঘুজিয়াইল এলাকার মৃত চান মিয়ার পুত্র সাদেক মিয়া,
সরাইল উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের মৃত মুগল মিয়ার পুত্র মোঃ তারেক (২৮),
একই উপজেলার ধামাউড়া এলাকার আবুল উদ্দিন এর পুত্র মোঃ শিপন মিয়া (২৭) ও অরুয়াইল এলাকার শওকত আলীর পুত্র হাবিব মিয়া (৫০)। সকালে এলাকাবাসী ৪ চোরকে সরাইল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে স্থানীয় লোকজনের অভিযোগ সংঘবদ্ধ এই চোর চক্র উপজেলার বিভিন্ন জায়গা থেকে সেচ কাজসহ বিদ্যূৎ সর্বরাহের কাজে ব্যবহৃত অনেক ট্রান্সমিটার একের পর এক চুরি করে যাচ্ছে। সংঘবদ্ধ এই চোর চক্রের যন্ত্রনায় অতিষ্ট এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য “সরাইলে গভীর নলকূপের ট্রান্সমিটার চুরি, হতাশায় শত শত কৃষক” শিরোনামে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় গত ২ ফেব্রুয়ারি উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা চান্দেরি এলাকায় কৃষক মো: বাচ্ছু মিয়ার সেচ প্রকল্পের একটি ট্রান্সমিটার একই কায়দায় চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার ২১ দিন পর ফের ট্রান্সমিটার চুরির ঘটনায় জনতার হাতে ৪ চোর আটক হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ট্রান্সমিটারের ভিতরের কয়েল থেকে পিতলের তার চুরির সময় ৪ চোরকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তাদেরকে আটক করে থানায় এনে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন