১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে আদ-দা’ওয়াহ ফাউন্ডেশন গঠিত, সভাপতি: মাও: আজিজুল ও  সম্পাদক: মুফতি কেফায়েতুল্লাহ  

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , ১৭ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে

সরাইলে আদ-দা’ওয়াহ ফাউন্ডেশন গঠিত, সভাপতি: মাও: আজিজুল ইসলাম জালালী ও  সাধারণ সম্পাদক: মুফতি কেফায়েতুল্লাহ আল-মাহদী 

এম এ করিম  সরাইল ব্রাহ্মণবাড়িয়া:

 

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আদ-দা’ওয়াহ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।  সোমবার (১৬ জুন) বিকাল ৩টায় ফাউন্ডেশন গঠন উপলক্ষে সরাইল উপজেলা মডেল মসজিদ হল রুমে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকলে আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে সরাইল উপজেলা আদ-দা’ওয়াহ ফাউন্ডেশন গঠন করা হয়।  এতে প্রধান উপদেষ্টা পদে আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সিনিয়র উপদেষ্টা পদে মুফতি মোবারক উল্লাহ, উপদেষ্টা  পদে মাওলানা আবু তাহের জিহাদি, মুফতি শামছুল হক সরাইলী, মুফতি মুহসিনুল করিম, শায়েখ আব্দুল কুদ্দুস, শায়েখ মুফতি বোরহান উদ্দিন কাসেমী, শায়েখ আল্লামা আবুল কাসেম, শায়েখ মেরাজুল হক কাসেমী, শায়েখ মাওঃ জহিরুল ইসলাম, শায়েখ মুফতি রায়াহান উদ্দিন, শায়েখ মাওঃ এহসানুল্লাহ, মাওঃ মঈনুল ইসলাম খন্দকার,  মাওঃ শেখ আমান উল্লাহ, মাওঃ জয়নাল আবেদীন শাহজাদাপুরী, মাওঃ আব্দুস সামাদ, মাওঃ হুসাইন আহমদ যুক্তিশাহীর নাম ঘোষনা করা হয়।

এদিকে  আদ-দা’দাওয়াহ ফাউন্ডেশন সরাইলের কার্যকর পরিষদের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন সভাপতি শায়েখ মাওঃ আজিজুল ইসলাম জালালী, সিনিয়র সহ-সভাপতি  মাওঃ আব্দুল মুনাঈম খাঁন আনসারী, সহ-সভাপতি মাওঃ ইসহাক আল হুসাইনী, মাওঃ নুরে আলম আশ্রাফী, মাওঃ মুখতার হোসেন কাটানিশারি, মাওঃ জানে আলম সিদ্দিকী মাওঃ ফরহাদ উদ্দিন আইয়ুবী, মাওঃ আতিকুর রহমান সাবেরী, মাওঃ মুফতি ইউসুফ বিন ইকবাল, মুফতি আবুল বাসার সরাইলী, মাওঃ মুফতি কামাল উদ্দিন, মাওঃ মারুফ খাঁন জাহেদী, মাওঃ মিয়াজি এনায়েত সুবহান, মাওঃ এরশাদুল্লাহ কাসেমী ও মাওঃ সাইফুল্লাহ সুলতান।

 

সাধারণ সম্পাদক পদে রয়েছেন মুফতি কেফায়েতুল্লাহ আল-মাহদি, সহ সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওঃ সায়েদুল ইসলাম আশ্রাফী, মুফতি মুতাসিম বিল্লাহ আতিকী, মাওঃ জাহিদুল ইসলাম আরকামি, মুফতি সাইফুর রহমান হাবিবী, মাওঃ আল-আমীন আইয়ুবী ও মাওঃ নুরুজ্জামান আশ্রাফী, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন হাঃ মাওঃ রহমতুল্লাহ নুরী,  সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন  মাওঃ উবায়দুল্লাহ আরিফী, মাওঃ সাকিব আল-হাসান, মাওঃ গাজি হিজবুল্লাহ আনোয়ারী,

অর্থ-সম্পাদক পদে রয়েছেন মুফতি নুরুল ইসলাম আইরল, মাওঃ হিফজুল বারী আন-নাছিরী, মাওঃ হাফিজুর রহমান ইসলামাবাদী, দা’ওয়াহ বিষয়ক সম্পাদকঃ মাওঃ মোবারক উল্লাহ কাসেমী, মাওঃ আরিফুল ইসলাম কাসেমী, মাওঃ সালেহ আহমদ জিলানী, প্রচার সম্পাদক পদে রয়েছেন হাঃ মাওঃ শাফী উদ্দিন আইরলী, সহ-প্রচার সম্পাদক পদে রয়েছেন  মাওঃ বজলুর রহমান মাজেদ,  মাওঃ মাহবুবুর রহমান তায়েবী, মাওঃ শহিদুল্লাহ রাহমানী, মাওঃ আশিকুর রহমান বিপ্লবী, মাওঃ বোরহান উদ্দিন রাব্বানী, মাওঃ আবু ইউসুফ রউফী, সমাজ-কল্যাণ সম্পাদক পদে রয়েছেন  মুফতি ইয়াসিন আহমদ হাসান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদে রয়েছেন  মাওঃ আবুবকর সিদ্দিকী, মাওঃ এমরান আজহারী,

শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মাওঃ মুফতি তোফায়েল আহমদ নোমান, মাওঃ মুফতি তাওহীদুল ইসলাম, মাওঃ মুফতি সিফাত জামিল, সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন মাওঃ নাজিবুল্লাহ আফসারী, সহ-সাংস্কৃতিক  সম্পাদক পদে রয়েছেন  মাওঃ ইদ্রিছ আদনান, মাওঃ উবায়দুল্লাহ খাঁন,

দফতর-সম্পাদক পদে রয়েছেন  মাওঃ খলিলুর রহমান কাসেমী, মাওঃ খালেদ সাইফুল্লাহ ইসলামাবাদী, সদস্য-সচিব পদে রয়েছেন মাওঃ মুখলেছুর রহমান, মাওঃ আলমগীর হোসেন, মাওঃ রফিক বিন জাহির, মাওঃ খন্দকার মনির হোসেন, মাওঃ বদরুল আলম,  মাওঃ নুর উদ্দিন আনসারী, মাওঃ মোজাম্মেল হক, মাওঃ আল-আমীন, মাওঃ আলা উদ্দিন, মাওঃ মাহমুদুল হাসান, হাফেজ মাওঃ আখতারুজ্জামান আশ্রাফী, মাওঃ মোবারক উল্লাহ, মাওঃ হাফিজুর রহমান ইসলামাবাদী ও হযরত মাওঃ এরশাদ।

 

উক্ত সভায় স্বাগত বক্তব্যে প্রদানের সময় সংগঠনের সম্মানিত সভাপতি শায়খ আজিজুল ইসলাম জালালী বলেন, ওয়াজ নসিহতে আমাদেরকে হেকমতের সহিত কথা বলতে হবে এবং সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানুষকে দিনের দিকে আহবান করতে হবে। তিনি আরো বলেন এই সংগঠন মানবতার কল্যাণে সবসময় মানুষের পাশে থাকবে এটি একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য মানবতার কল্যাণে কাজ করা। আল্লাহর দ্বীনকে সমাজে প্রচার করা।

 

এ সময় অন্যান্য বক্তারা বলেন, জাতির ঈমান আকিদা ঠিক রেখে আদর্শ নাগরিক ও সত্যিকারের দেশ প্রেমিক তৈয়ার করতে হলে দ্বীন প্রচারের কাজ অব্যাহত রাখতে হবে।বক্তারা আরো বলেন উলামায়ে কেরাম সব সময় দেশ ও জাতি গঠনে ভূমিকা পালন করে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন