১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার রকেট হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

received_194190341788000received_508667763167717

এম এ করিম সরাইল সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার আবু বকর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বার এর খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সোমবার(২৪ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়কে সহস্রাধিক লোকের একটি মিছিল বের হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো: ইদ্রিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহত রকেট মেম্বার এর আত্বীয় হাজী রফিকুল ইসলাম, নিহত রকেট মেম্বার এর পুত্র শাহনেওযাজ রনি, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার, সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা হুমায়ূন কবির, আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেন, জাপা নেতা প্রভাষক জিয়াউর রহমান লাভলু, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবু, ইসলামী ঐক্যজোট নেতা মো: সুমন মিয়া, উচালাপাড়া গ্রামের বাসিন্দা সোনা মিয়া, শ্রমিক নেতা ইউনুছ মিয়া প্রমুখ। সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, রকেট মেম্বার ছিলেন একজন জনপ্রিয় নেতা। সম্পর্ণ পরিকল্পিতভাবে ফিল্মি স্টাইলে রকেট মেম্বারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যারা নৃশংসভাবে রকেটকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি সেই সাথে এ হত্যাকান্ডে জড়িত পরিকল্পনাকারীদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। তিনি আরও বলেন এই হত্যা মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি জেলা প্রশাসক ও এসপি মহোদয়ের প্রতি এ ব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করছি। এ ব্যপারে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর রকেট মেম্বার হত্যা মামলার অধিকাংশ আসামীদের দ্রুত গ্রেফতার করায় সরাইল থানা পুলিশকে ধন্যবাদ জানান ও দ্রুত অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান। তিনি আরও বলেন, রকেট মেম্বার এর খুনিদের ও হত্যাকান্ডের পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করে সরাইলকে কলঙ্কমুক্ত করতে হবে অন্যথায় সরাইলের জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে মানববন্ধন, সমাবেশ, হরতালের মত কর্মসূচী দিয়ে লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে এবং ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ২৬কিলোমিটার সড়ক অবরোধ করা হবে। উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারী সন্ধা সাড়ে ৭টায় সরাইল উপজেলা সদরের প্রাত:বাজারে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার আবু বকর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন ১৪ফেব্রুয়ারী নিহত রকেট মেম্বার এর পুত্র শাহনেওযাজ রনি বাদী হয়ে ২২জনের নামে ও অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত সরাইল থানা পুলিশ উক্ত মামলার এজহারভুক্ত ১৬জনসহ মোট ১৭জনকে গ্রেফতার করেছেন বলে সরাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন