সরাইলে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ১জনের কারাদন্ড, ভেকু ও ৩টি ট্রাক জব্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
সরাইলে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ১জনের কারাদন্ড, ভেকু ও ৩টি ট্রাক জব্দ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তনের সময় ১জনকে আটক করা হয়েছে। এ সময় মাটি কর্তনে ব্যবহৃত একটি ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি ট্রাক জব্দ করা হয়। শনিবার (২২ মার্চ) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় ভ্রাম্যমান আদালত রুবেল নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত আসামী রুবেল জেলার সদর থানার সহিলপুর এলাকার মরহম আলীর পুত্র।
এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, নিয়মিত আইন শৃংখলা রক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন