মায়ের স্বপ্ন পূরনে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন এনাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , ৩ জুন ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মায়ের স্বপ্ন পূরনে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন এনাম
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসেছেন বর এনাম। আবার বিয়ে শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ি হবিগঞ্জের সদর উপজেলার উলুহার গ্রামে ফিরলেন তিনি।
সোমবার (৩ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া গ্রামের সানজিদা আক্তারকে (১৮) বিয়ে করেন তিনি। এর আগে আকাশ পথে হেলিকপ্টারে চড়ে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের খেলার মাঠে বর এনাম আসলে হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী। সেখান থেকে ফুল দিয়ে সাজানো একটি ঘোড়ার গাড়ি করে কনের বাড়িতে যান তিনি। এছাড়া মাইক্রোবাসে শতাধিক বরযাত্রী যায় কনের বাড়িতে।
হবিগঞ্জের সদর উপজেলার উলুহার গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী বর এনাম (৩৪)। আর কনে সরাইল উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া গ্রামের সফর আলীর মেয়ে সানজিদা আক্তার (১৮)।
এলাকাবাসী জানান, তাঁদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার ও ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে এসেছেন কোনো বর।
বর এনাম বলেন, আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।
আপনার মন্তব্য লিখুন