মাদ্রাসার এতিম ছাত্রদের পোশাক তৈরিতে আর্থিক সাহায্য করলেন আনোয়ার পারভেজ টিংকু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , ১০ জুলাই ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মাদ্রাসার এতিম ছাত্রদের পোশাক তৈরিতে আর্থিক সাহায্য করলেন আনোয়ার পারভেজ টিংকু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
গর্ভধারিণী মায়ের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে নিজ বাড়িতে দোয়া ও কুলখানি অনুষ্ঠানের আয়োজন করেছেন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকু। বুধবার(১০ জুলাই) দুপুরে উপজেলার কালিকচ্ছ এলাকার নিজ বাড়িতে তিনি এ আয়োজন করেন। এর আগে পারিবারিক কবরস্থানে গিয়ে স্থানীয় আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, স্থানীয় এলাকাবাসী ও নিজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিজের মায়ের কবর জিয়ারত করেন তিনি। পরে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করেন।
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলখানি আয়োজনের পাশাপাশি তিনি এতিম ও দরিদ্র লোকজনের মাঝে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অর্থ দান করেন। গত ৬ জুলাই উপজেলার সদর ইউনিয়নের ‘সৈয়দটুলা পশ্চিমপাড়া ভোলন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩০ জন শিক্ষার্থীর পোশাক তৈরী বাবদ আর্থিক সহায়তা চেয়ে ফেইসবুকে পোস্ট করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সেক্রেটারী আব্দুল করিম। পোস্টটি দেখে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এই নেতা ফোন করে উক্ত কাজে কিছু অর্থ দিয়ে শরীক থাকার আগ্রহ প্রকাশ করেন এবং পর্যায়ক্রমে মাদ্রাসার উন্নয়নে সাহায্যের আশ্বাস প্রদান করে তাঁর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলখানি ও দোয়ার অনুষ্ঠানে দাওয়াত প্রদান করেন। মাদ্রাসার দায়িত্বে নিয়োজিত শিক্ষক মাওলানা শাখাওয়াত হোসেন অনুষ্ঠানের দিন দুপুরে উক্ত কুলখানি অনুষ্ঠানে যোগদান করলে তিনি মাদ্রাসার ছাত্রদের পোশাক তৈরী উপলক্ষে নগদ ৫ হাজার টাকা মাদ্রাসার শিক্ষকের নিকট দান করেন এবং পরবর্তীতে মাদ্রাসার উন্নয়নে আরও সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন। একই সাথে তাঁর মায়ের জন্য সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য আনোয়ার পারভেজ টিংকু’র পিতা মরহুম আব্দুস সামাদ বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ছাত্র জীবন থেকেই জড়িত ছিলেন। প্রবীণ এ নেতা শেষ জীবনে কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মরহুম আব্দুস সামাদ ছিলেন সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আজ উনার সন্তানেরা তাদের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কুলখানির আয়োজন করেছেন।
উক্ত অনুষ্ঠানে কালিকচ্ছ আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ছাত্র সংসদের পাঠাগার সম্পাদক মো. হোসেন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি মো. মজনু মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু শামীম সানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. হোসেন মিয়া, বাবুল হোসেন, মো. সাদ্দাম হোসেন, সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক চয়ন ঠাকুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাচ্ছু মিয়া, বাবুল মিয়া, কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন টিুটু ও সম্পাদক মো. ইমতিয়াজ প্রমূখসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন