১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মনোনয়ন পত্র দাখিল করলেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ , ১৫ এপ্রিল ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মনোনয়ন পত্র দাখিল করলেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার(১৫ এপ্রিল) তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১০ জন।   ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এডভোকেট নুরুজ্জামান  লস্কর তপু ছাড়া চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী বাকী ১০ জন হলেন বিএনপি নেতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, সমাজসেবক মো: জামাল৷ল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন ভাসানী, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি, মোহাম্মদ শাহেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহি কমিটির সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ও সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম খন্দকার।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন হানিফ আহমেদ, কাউছার মিয়া, মো: আলতাফ হোসেন, মো: হোসেন মিয়া ও মো: এনাম খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শামীমা আক্তার, আবেদা বেগম, রোকেয়া বেগম ও মো: শিরিনা আকতার।

 ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ৮মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল।

নির্বাচনকে সামনে রেখে অন্যান্য প্রার্থীদের মত এডভোকেট   নুরুজ্জামান লস্কর তপু উপজেলার নয়টি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মতবিনিময় সভা করাসহ বিভিন্ন ইউনিয়নের পাড়া, মহল্লায় গড়ে তুলেছেন নিজস্ব কর্মী ও সমর্থক বাহিনী। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে বিজয়ী হতে না পারলেও প্রত্যাশা অনুযায়ী ভোট পেয়েছিলেন উল্লেখযোগ্য। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ে রয়েছে তার নিজস্ব কর্মী বাহিনী। এছাড়া আইনজীবি পেশায় সুনামের সহিত দীর্ঘ দিন ধরে জড়িত থাকার সুবাধেও উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে তার ব্যপক পরিচিতি ও জনপ্রিয়তা। তরুণ প্রজন্মের এই উদীয়মান নেতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটারদের আস্থা অর্জন করতে পারলে তিনিই হতে পারেন পরবর্তী নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমনটাই ধারণা করছেন অনেকেই। এ ব্যপারে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন