ব্রাহ্মণবাড়িয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , ২ নভেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবসে-২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বিপিএম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর।
আলোচনা অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলণ করে দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলার ভারপ্রাপ্ত সমবায় অহিসার মো: আলমগীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর।
সাংবাদিক ও সমবায়ী মো: ইব্রাহিম খান সাদাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত সমবায় অহিসার মো: আলমগীর হোসেন। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুরসহ অন্যান্য সমবায়ী বিশেষ ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো: মুহতাসিমুল ফুয়াদ। গীতা পাঠ করেন মিন্টু রতন দাস।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাসন ও সমবায় বিভাগের অধীনস্থ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সমবায়ীগণ উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন