১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

দেশকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

দেশকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা বসব, আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসব। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে যদি মাত্রাতিরিক্ত আলোচনা করি, রাষ্ট্র পুনর্গঠন করতে আমরা পিছিয়ে যাব। রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

 শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৭টি বছর আন্দোলন করেছি, সেই স্বৈরাচার আজ পলাতক। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবিদাওয়ার অসিলায় বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে। কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে, আবার দেশকে তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না। দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের অনেক কাজ। দেশকে পুনর্গঠনের কাজ। দেশের সামনে আমরা রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা রূপরেখা দিয়েছি। সেটির মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের শিক্ষাব্যবস্থাকে কীভাবে করব, তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এই দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য, স্বাস্থ্যব্যবস্থা ও কৃষির জন্য আমরা কী কী করতে চাই, তার কথাও উল্লেখ করা আছে। সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য আমরা কী করতে চাই, সেই কথাগুলো বলা আছে।

তারেক রহমান আরও বলেন, আজ যদি নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমরা তর্কে লিপ্ত থাকি, তাহলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। আজকে যদি আমরা শুধু তর্ক-বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বেশি লাভবান কে হবে? সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া সেই স্বৈরাচার। দেশ ও দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে।

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি—দেশ পুনর্গঠন করতে হবে। দেশ গড়ে তুলতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা ও শপথ। যেকোনো মূল্যে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, ঐক্য, ঐক্য, ঐক্য। ঐক্য ছাড়া কোনো কাজে আমরা সফল হতে পারব না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ও  রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সর্বস্থরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন