ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার: ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ , ২০ এপ্রিল ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার: ৩
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। রোববার (২০এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবির আহমেদ ও এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে মোঃ মনিরুল ইসলাম ও একই এলাকার আলী ইসলাম। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতিসহ বিভিন্ন ধরনের রড জব্দ করা হয়।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে।
আপনার মন্তব্য লিখুন