ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, বহুল কাংখিত সম্মেলন আজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, বহুল কাংখিত সম্মেলন আজ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় ঐক্যবদ্ধ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। বহুল কাংখিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে মিছিলের অবসান ঘটিয়ে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ১ ফেব্রুয়ারী শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জের সোহাগপুর আব্বাছ উদ্দিন খান ডিগ্রী কলেজ মাঠে দুপুর ১ টায় অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনস্থল পরিদর্শন করেছেন। সম্মেলনের জন্য প্রস্তুত রয়েছে আব্বাছ উদ্দিন খান ডিগ্রী কলেজ মাঠ। এতে স্কাইফিতে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বেশ কয়েকদিন উত্তেজনার পর আজকের সম্মেলনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অধীনন্ত সকল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে স্বস্থির নি:শ্বাস। ঐক্যবদ্ধ বিএনপির দলপ্রেমি কর্মীরা সম্মেলনে যোগ দিতে বেশ উচ্ছ্বসিত।
ইতিমধ্যেই জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের অধীনস্থ সর্বস্থরের নেতা-কর্মীদের যথাসময়ে সম্মেলনে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন।
এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কুর তপু যৌথ বিবৃতির মাধ্যমে সরাইল উপজেলা বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠন এবং সকল ইউনিয়নের সকল স্তরের নেতা কর্মীদেরকে সর্বোচ্চ লোকজন নিয়ে দুপুর ১ ঘটিকার মধ্যে আশুগঞ্জ উপজেলাধীন দূর্গাপুর বাসস্ট্যান্ড হাই-ওয়ে রোডে পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক মেম্বারের প্রভাতি রাইসমিলে উপস্থিত থেকে সকলে ঐক্যবদ্ধভাবে সম্মেলনে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ অবস্থানে উক্ত সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একটি শক্তিশালী কমিটি গঠিত হবে বলে প্রত্যাশা করছেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা।
আপনার মন্তব্য লিখুন