সৌদি আরবে করোনায় আক্রান্ত সরাইলের সারোয়ার হোসেন দস্তগীর এর মৃত্যু, পরিবারে শোকের মাতম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সারোয়ার হোসেন দস্তগীর(৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের নতুন হাবলী গ্রামের মরহুম বাবু ঠাকুরের পুত্র। গত বুধবার(১৫এপ্রিল) দিবাগত রাতে তিনি সৌদি আরবের জেদ্দায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। সৌদি প্রবাসী সারোয়ার এর মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে গাড়ী চালক হিসেবে কর্মরত ছিলেন সারোয়ার। সম্প্রতি তার একমাত্র পুত্র সায়েম ঠাকুরকে নিয়ে ওই ক্যাটারিং সেন্টারের হোটেলে চাকরি দেন তিনি। এছাড়া দেশে স্ত্রী শিখা বেগমসহ সায়মা ঠাকুর ও সাফা ঠাকুর নামে দুই কন্যা শিশু সন্তান রয়েছে তার। একমাত্র পুত্র সায়েম ঠাকুর সৌদি আরবের জেদ্দায় করোনায় আক্রান্ত হলে তাকে কোম্পানীর হাসপাতালে ভর্তি করেন তিনি। চিকিৎসা সেবায় আস্থে আস্থে পুত্র সায়েম সুস্থ হয়ে ওঠলেও দূর্ভাগ্যবশত করোনায় আক্রান্ত হয়ে পড়েন পিতা সারোয়ার হোসেন দস্তগীর । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। এ খবরে সারোয়ারের পরিবারে চলছে শোকের মাতম। তার নিজ গ্রাম নতুন হাবলী গ্রামবাসীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য মৃত সারোয়ার হোসেন দস্তগীর ১৯৯২ সালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে জীবিকার টানে পাড়ি জমান সৌদি আরবের জেদ্দায়। সেই থেকে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসের আক্রমনে অকালেই ঝড়ে গেল সৌদি প্রবাসী সরাইলের সারোয়ারের প্রাণ।
আপনার মন্তব্য লিখুন