সরাইল হাসপাতালে ডায়রিয়া রোগীর উপচে পড়া ভীড়, আসন সংকটে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , ২৭ অক্টোবর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর উপচে পড়া ভীড় দেখা গেছে। অন্যান্য রোগীর সাথে সাথে ক্রমশই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সীমিত শয্যার এই হাসপাতালটিতে শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দায় অবস্থান নিয়ে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২/৩ দিন ধরে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা আচমকা বেড়ে গেছে। উপজেলার সৈয়দটুলা, কুট্টাপাড়া, টিঘর, স্বল্পনোয়াগাঁওসহ অন্যান্য এলাকা থেকে ডায়রীয়ায় আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজ রোববার রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক রোগী বাড়িতে গেলেও শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজ রোববার(২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৭টায় সরজমিনে হাসপাতাল ঘুরে এই চিত্র দেখা যায়। উপজেলার লক্ষ লক্ষ মানুষের এক মাত্র সরকারি এই হাসপাতালটিতে শয্যা সংখ্যা বৃদ্ধি করে জনগণের চিকিৎসা সেবার মান আরও উন্নত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন