সরাইল সরকারি কলেজে এইচএসসি ব্যাচ-২০১২ এর মিলনমেলা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজে এইচএসসি ব্যাচ-২০১২ এর উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(৬সেপ্টেম্বর) সকাল ১১টায় সরাইল সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলনমেলা আয়োজক কমিটির আহবায়ক ও এইচএসসি ব্যাচ-২০১২ ব্যাচের ছাত্র সোহাগ বক্স এর সভাপতিত্বে ও একই ব্যাচের ছাত্রী অর্পিতা রায় অন্তির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের প্রভাষক মোঃ মাহমুদ হোসেন ভূইঁয়া, মোঃ এনামুল হক, মোঃ দুলাল মিয়া, মোঃ ইকবাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম মামুন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও দৈনিক নয়া দিগন্তের সরাইল সংবাদদাতা মোহাম্মদ আব্দুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের এইচএসসি ব্যাচ-২০১২ এর ছাত্র ও মিলনমেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন নিউ সেভেন ফ্যাশনের প্রোপ্রাইটর শরীফ বক্স, এইচএসসি ব্যাচ-২০১২ এর ছাত্র ফাহমিদা বেনজিন তামান্না, সানজানা সোহেলি, ইসহাক মিয়া, পাপন মিয়া, শ্যামল প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিষ কুমার চক্রবর্তী, সাংবাদিক নারায়ন চক্রবর্তী, নিউ সেভেন ফ্যাশন, ইতালী প্রবাসী হাবিব মিয়া, সরাইল সরকারি কলেজের রোবার স্কাউট দল ও সরাইল সরকারি কলেজের অফিস সহকারি জিল্লু মিয়া। আলোচনা শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সরাইল সরকারি কলেজের এইচএসসি ব্যাচ-২০১২ এর ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিরতির পর বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন