সরাইল সবুজ সংঘ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্ত: ইউনিট ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সবুজ সংঘ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্ত: ইউনিট ফুটবল টূর্ণামেন্ট আনুুুুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩সেপ্টেম্বর) বিকালে মাদক বিরোধী র্যালি শেষে কুট্টাপাড়া বাঙ্গালপাড়া খেলার মাঠে(প্রস্থাবিত সরাইল স্টেডিয়াম) প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও সাবেক ছাত্রলীগ নেতা এস এম আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কুট্টাপাড়া গ্রামের মোট ১২টি দলের মধ্যে মোট ২৪টি খেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার(১৪সেপ্টেম্বর) বিকালে সবুজ সংঘ গোলাপ ও চাপা দলের মধ্যে ফুটবলল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উক্ত খেলায় উপস্থিত ছিলেন সবুজ সংঘ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরু মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সংঘ সমাজ কল্যান সংস্থার সহ-সভাপতি, সরাইলল বিশ্বরোডের পাশে অবস্থিত খন্দকার শপিং কমপ্লেক্স ও মক্কা নিরাপদ অটো’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম খন্দকার, সবুজ সংঘ সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আলী, উপদেষ্টা মো: অভি খান। খেলা সার্বিক তত্ত্বাবধান করেন মো: শামীম হোসেন। উক্ত খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। যুবসমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে ফিরেয়ে এনে সুষ্টু ধারায় সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উক্ত ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন