সরাইল সদর উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, দ্রুত নতুন ভবন নির্মানের দাবি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , ২ এপ্রিল ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ ২৪ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা চত্বর সংলগ্ন ঐতিহ্যবাহী সরাইল সদর উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কক্ষ সংকট বিরাজ করছে। দিন দিন বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন কোনো ভবন নির্মাণ না হওয়ায় শেণি কক্ষ সংকট দেখা দিয়েছে।এতে করে ছাত্র-ছাত্রীদের শ্রেণি পাঠ গ্রহনে মারাত্বক অসুবিধা সৃষ্টি হচ্ছে। সরেজমিন বিদ্যালয় ঘুরে দেখা যায়, বিদ্যালয়টির উত্তর-পশ্চিম দিক ও পূর্ব দিকে পর্যাপ্ত খালি জায়গা রয়েছে। এখানে নতুন ভবন নির্মাণ হলে একদিকে ছাত্র-ছাত্রীদের শ্রেণি কক্ষ সংকট দূর হবে অন্যদিকে বিদ্যালয়ের অবকাঠামো অধিকতর উন্নত হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম জানান, বর্তমানে বিদ্যালয়ে সাত শত তিরাশি জন ছাত্র-ছাত্রী রয়েছে। প্রতিবছরই ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে শ্রেণি সংকট রয়েছে। শীঘ্রই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। এদিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম সেলু জানান, গত ৯ডিসেম্বর বিদ্যালয়টিতে ৭০লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের টেন্ডার ড্রপ হয়েছিল। কিন্ত এখন পর্যন্ত কাজ শুরু হচ্ছে না। কোন ঠিকাদার কাজটি করবে তাও সঠিকভাবে জানা যাচ্ছে না। এ অবস্থায় বিদ্যালয়ের নতুন ভবনটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।
আপনার মন্তব্য লিখুন