২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ১ ডজনের অধিক, প্রার্থীদের দৌড়ঝাঁপে এলাকায় নির্বাচনী হাওয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, জামায়াতে ইসলাম, ইসলামী ঐক্যজোট দলীয় মনোনয়ন প্রত্যাশী ও স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা নিজ নিজ দল ও এলাকাবাসীর সমর্থন পেতে ইতিমধ্যেই দৌড় প্রতিযোগিতা শুরু করেছেন। দলীয় হাইকমান্ডসহ নেতা-কর্মী ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দোয়া ও সমর্থন পেতে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন কর্তৃক ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও আগামী মার্চ এপ্রিলে সরাইলে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই ধারনাকে সামনে রেখেই উৎসাহ উদ্দীপনায় চলছে নির্বাচনী প্রচারনা। দলীয় নেতৃবৃন্দের দোয়া ও আশির্বাদ নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, নিজ নিজ আত্বীয়-স্বজনের দোয়া ও সহযোগিতা পেতে ব্যস্থ সময় কাটাচ্ছেন এখানকার চেয়ারম্যান প্রার্থীরা। সেই সাথে বসে নেই স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীগণ। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে, জনাকীর্ণ ও ব্যস্ততম স্থানে রং বেরং এর পোস্টার সাঁটিয়ে নিজ নিজ প্রার্থীতা জানান দিচ্ছেন আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। অনুসন্ধানে জানা যায়, সরাইল সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারমান পদে ইতিমধ্যেই এক ডজনের অধিক প্রার্থী নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন। নির্বাচনী তফসিল ঘোষনার পর পর প্রার্থী সংখ্যা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সম্ভাব্য ১৩ জন প্রার্থীর নাম জানা গেছে। প্রার্থীরা হলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদে পর পর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার(সৈয়দটুলা), আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেন(কুট্টাপাড়া), আওয়ামী লীগ নেতা সেলিম খন্দকার(কুট্টাপাড়া), স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মিয়া(সৈয়দটুলা), শ্রমিক লীগ নেতা হাজী ইউনুছ মিয়া(সৈয়দটুলা), শ্রমিক লীগ নেতা শেখ মোঃ আবুল কালাম(কুট্টাপাড়া), আওয়ামী লীগ নেতা মোঃ শওকত আলী(পশ্চিম কুট্টাপাড়া), ছাত্রলীগ নেতা সানা উল্লাহ গিয়াস উদ্দিন সেলু(উচালিয়াপাড়া), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার(নতুন হাবলী), বিএনপি নেতা আফজাল হোসেন(সৈয়দটুলা), বিএনপি নেতা কাজল মিয়া(সৈয়দটুলা), জামায়াতে ইসলামী নেতা মুখলেছুর রহমান মোল্লা(ছোট দেওয়ানপাড়া), ইসলামী ঐক্যজোট নেতা আলহাজ্ব হাফেজ হোসাইন আহমদ সুমন(কুট্টাপাড়া) ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন