সরাইল শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ৫ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বুধবার(৪এপ্রিল) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এতে একটি সংরক্ষিত মহিলা সদস্য পদ ও ৪টি অভিভাবক সদস্য পদের জন্য প্রতিদ্বন্দী ছিলেন ১৮ জন। এর মধ্যে ১৫জন পুরুষ ও ৩জন মহিলা প্রার্থী । মোট ভোটার সংখ্যা ১৬৩৬জন। মোট ৪টি বুথে ১৩৫০ জন ভোটার ভোট দেন। আইন শৃংখলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন এখানে আইনশৃঙ্খলা খুবই সুন্দর ছিলো। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রচুর ফোর্স মোতায়েন করেছি। ভোট খুব সুন্দর ভাবে হয়েছে। অভিভাবকরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেছে। সর্বোপরি বলা যায় সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরেছে অভিভাবকরা। নির্বাচনে বিজয়ী হয়েছেন আবু সায়েদ টুনু (প্রাপ্ত ভোট: ৪৫৩), মো: ফজল খান( প্রাপ্ত ভোট: ৪১৮), কামাল মিয়া (প্রাপ্ত ভোট: ৪১৬), শাহ মো: কাইয়ুম (প্রাপ্ত ভোট: ৪১০) । এছাড়া নারী সংরক্ষিত আসনে সামিনা ইয়াসমিন ৬২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।
আপনার মন্তব্য লিখুন