সরাইল মহিলা কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ , ১২ মার্চ ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল মহিলা কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১২ মার্চ) সকাল ১০টায় সরাইল মহিলা কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান হয়। কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন এর সভাপতিত্বে ও প্রভাষক মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন।
সরাইল ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল মহিলা কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মন্তব্য লিখুন