২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল মহিলা কলেজের স্মরণীয় প্রথম শিক্ষা সফর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাফ রিপোর্টার, সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম:
সদ্য প্রতিষ্ঠিত সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথম বারের মত পাড়ি দিয়েছিল শিক্ষা সফরে। তাঁরা গত শনিবার সারাদিন মাতিয়ে এসেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান। ভ্রমণ, নাচ-গান, গভীর জঙ্গলে ঘুরে বেড়ানো, খাবার, লটারি, পুরস্কার ও ছবি ধারণের ছিল প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফরকে আরো সমৃদ্ধ করেছেন সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। আনন্দ ও বিনোদনে ভেসে গিয়েছিল তারা। বিশেষ অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মো. মইনুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার ছেলে আ’লীগ নেতা সৈয়দ তানবির হোসেন কাউছার, বিশিষ্ট ব্যবসায়ী সাইমন ইসলাম, শফিকুল ইসলাম সেলু, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আইয়ুব খান, অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আ’লীগ নেতা মো. মাহফুজ আলী, মো. ওমর ফারুক, এম এ মুসা, সাংবাদিক জুলকার নাঈন, ফয়সাল আহমেদ মৃধা দুলাল, শাহজাহান মোতাঈদ ফরিদ, প্রভাষক মাহবুব খান, রুহুল আমীন, শফিকুল ইসলাম, প্রবাসী মো. মোজাম্মেল পাঠান প্রমুখ। সব মিলিয়ে দারুন একটি দিন কাটিয়েছে মহিলা কলেজ। কলেজ প্রতিষ্ঠার পর প্রথম শিক্ষা সফরের এই দিনটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। সকাল ৯টায় কলেজ ক্যাম্পাস থেকে কোচ, মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রা শুরু হয়। সকাল ১১টার পর থেকে সাতছড়ি উদ্যানের গভীর অরণ্যে প্রবেশ করে সকলে। ৩ ঘন্টা ঘুরে ফিরে বিকাল ২টায় বেরিয়ে আসে। বিকাল ৩টায় উদ্যানের ফটকের সামনে বরাদ্ধকৃত জায়গায় (খোলা আকাশের নীচে) চলে দুপুরের খাবার। ৪ টায় শুরু হয় বাউল শিল্পী লালনের গান। গানের সুরে এক পর্যায়ে কয়েক জনের নাচে মাতোয়ারা হয়ে ওঠে সকলে। সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় সবার জন্য লটারি। লটারিতে অংশ গ্রহণ করে ৮০ জনই জিতে নিয়েছেন পুরস্কার। প্রথম পুরস্কার ডিনার সেট পেয়েছে শিশু রুহান। ১৫ ফেব্রুয়ারি শনিবার দিনটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের বিশেষ স্মরণীয় দিন হয়ে থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন