সরাইল মহিলা কলেজে শ্রেণি পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ২ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল মহিলা কলেজে শ্রেণি পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার ‘সরাইল মহিলা কলেজে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। করোনাকালীন সময়ে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিপাঠদান কার্যক্রম বন্ধ ছিল।
আজ বুধবার (২ মার্চ ) সরাইল মহিলা কলেজ মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের বরণ ও পাঠদান উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি, মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল।
সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন,
উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, আওয়ামী লীগ নেতা ও আব্দুস সাত্তার ভূইয়া ডিগ্রি কলেজের সভাপতি কামরুজ্জামান আনসারি, আওয়ামী লীগ নেতা ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নোমান মিয়া, পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান, সরাইল প্রেসক্লাবের সহসভাপতি ও সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জুলকার নাইন, প্রেসক্লাবের আজীবন সদস্য ও কলেজ কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক চেয়ারম্যন মো. হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদ মৃধাসহ সরাইল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন