সরাইল প্রেসক্লাবের ৪০বছরে পদার্পন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ , ১০ জুন ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল প্রেসক্লাবের ৪০বছরে পদার্পন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরাইল প্রেসক্লাবের উদ্যোগে ২৪রমজান(১০জুন) রোববার বাদ আছর সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: মাহবুব খান বাবুল। দোয়া পরিচালনা করেন সরাইল শাহী জামে মসজিদের সহকারী খতিব মাওলানা মশিউর রহমান। সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন সরাইল প্রেসক্লাবে কোনো হলুদ সাংবাদিক নেই। অতীতে আমি এ ক্লাবে সাথেI ছিলাম। আগামীতে আরো নতুন উদ্যোমে আমি সরাইল প্রেসক্লাবের সাথেই থাকার অঙ্গীর করছি। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার ওসি(তদন্ত) মো: কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা শাহজাহান আলম সাজু, এডভোকেট কামরুজ্জামান আনসারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, সরাইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, জাপা নেতা রহমত হোসেন, হুমায়ুন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন