সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব প্রার্থী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আজ বৃহস্পতিবার(৭ জানুয়ারী) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গ্র্যান্ড মালেক হোটেলে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর বিশেষ আমন্ত্রন সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সেখানে গেলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান জুয়েল ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনসহ সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান বলেন, এডভোকেট নুরুজ্জামান লস্কর আমার স্নেহের ছাত্র। তিনি একজন সজ্জ্বন ব্যক্তি। তাঁর আমন্ত্রনে সাড়া দিয়ে সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ জেলা শহরের গ্র্যান্ড হোটেল মালেকে এসেছেন। এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর যে কোনো প্রয়োজনে সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সাধ্যমত পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ।
আপনার মন্তব্য লিখুন