১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি: বদর উদ্দিন, সাধারণ সম্পাদক: মাহবুব খান, অর্থ সম্পাদক: আব্দুল করিম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

FB_IMG_1511525821732FB_IMG_1511525776977FB_IMG_1511528736298

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৪নভেম্বর শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে সরাইল প্রেসক্লাবের সভাপতি মো: আইয়ুব খানের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দ আলোচনার ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করতে ঐক্যমত পোষন করেন। দিনব্যাপি আলোচনার দ্বিতীয় অধিবেশনে সভার সভাপতি মো: আইয়ুব খান সর্বসম্মতিক্রমে গঠিত সরাইল প্রেসক্লাবের ৩বছর মেয়াদে নতুন কার্যনির্বাহ কমিটি ঘোষনা করেন। সরাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি হলো: সভাপতি: মো: বদর উদ্দিন বদু(প্রথম আলো), সহ-সভাপতি: মোহাম্মদ আলী(পরগনা), সহ-সভাপতি: এম এ মুসা(দৈনিক ব্রাহ্মণবাড়িয়া), সাধারণ সম্পাদক: মো: মাহবুব খান বাবুল(মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ কামরুজ্জামান ইউসুফ(সংবাদ), অর্থ সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম(নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক: মো: জুলকার নাঈন(ইত্তেফাক), সাহিত্য ও পাঠাগার সম্পাদক : মো: জহিরুল ইসলাম রিপন(ভোরের কাগজ), দপ্তর সম্পাদক: শেখ মোহাম্মদ ইব্রাহিম(আজকালের খবর), কার্যনির্বাহী সদস্য: মো: আইয়ুব খান(ইনকিলাব), তারিকুল ইসলাম দুলাল(পড়ালেখাঅনলাইন),  যতীন্দ্র মোহন চৌধুরী (দৈনিক সরোদ), সুলতানা জেসমিন মুসা(বাতায়ন)।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন