সরাইল পাইল্ট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ , ১৫ মে ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইল পাইল্ট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাসুদুর রহমান। আজ বুধবার (১৫ মে) তিনি বিদ্যালয় পরিদর্শন করে দুপুর ১ টার পর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলীর পক্ষ থেকে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করা হয়। মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নয়নে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তিনি।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন(ভারপ্রাপ্ত) ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান হিসাব রক্ষক মো: আবুল হাশেম ভূঁঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন