২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কক্ষ আনুষ্ঠানিক উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

20180117_132826

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে অবস্থিত ও ১৯৫৩সালে প্রতিষ্ঠিত উপজেলা সদরের একমাত্র বালিকা বিদ্যালয় “সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে” আজ বুধবার(১৭জানুয়ারী) “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” এর কক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী মো: আব্দুর রাজ্জাক, মো: সুমন পারভেজ, মো: শাহজাহান মোতায়েদ ফরিদ, মো: তাসলিম উদ্দিন, ছালমা বেগম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম এ মজিদ বক্স। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী মনি আক্তার, গীতা পাঠ করেন প্রিয়া শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা আয়োজকদের প্রশংসা করে বিদ্যালয়ের ব্যাঞ্চ নির্মাণের জন্য দুই লক্ষ টাকা ও বিদ্যালয়ে একটি বহুতল ভবন নির্মাণের ঘোষনা দেন। এসময় তুমোল করতালির মাধ্যমে প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন