সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “২৫ মার্চ গণ হত্যা দিবস” পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “২৫ মার্চ গণ হত্যা দিবস” পালিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “গণ হত্যা দিবস” পালন করা হয়েছে। আজ শুক্রবার ( ২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন প্রজন্মের কাছে দিবসের নানা দিক তুলে ধরেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইসমত আলী। বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক সৈয়দা লিপি আক্তার।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তাছলিমা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাকিয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম।
আপনার মন্তব্য লিখুন