সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
সরাইল নিউজ ২৪. কম ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস–২০২২ উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিদ্যালয় ব্যবস্তাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয় হলরুমে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নুসরাত আক্তার।
আপনার মন্তব্য লিখুন