সরাইল থানা পুলিশের অভিযানে ২কেজি গাঁজাসহ গ্রেফতারঃ ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ১৪ মে ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ ২কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছেন। বুধবার(১৩মে) ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আলম এর নেতৃত্বে এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া নামক স্থান থেকে ২কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শিয়ালউড়ি গ্রামের মৃত কাছম আলীর পুত্র মোঃ আইয়ুব আলী(৩৯) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ভুবনকুড়া গ্রামের জহুর উদ্দিনের পুত্র মোঃ খালেদ(৩৮)। পরে তাদের সরাইল থানার এফ আই আর নং-২৫, তারিখ- ১৩/০৫/২০২০; ধারা- ৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন