সরাইল থানার জনপ্রিয় ওসি সাহাদাত হোসেন টিটো প্রত্যাহার, ক্ষুদ্ধ প্রতিক্রিয়া এলাকাবাসীর, আদেশ প্রত্যাহার দাবি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ , ১৯ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটোকে প্রত্যাহার করা হয়েছে। করোনা পরিস্থিতিতে আল্লামা যুবায়ের আহমেদ আনসারীর জানাযায় সরাইল উপজেলার বেড়তলা নামক এলাকায় হাজার হাজার মানুষের ঢল ঠেকাতে ব্যর্থতার দায়ে ওসিকে প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে পুলিশ সদর দফতরের নির্দেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযোগ করতে বলা হয়েছে বলে জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য শুক্রবার(১৭এপ্রিল) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাজ পাড়ার নিজ বাসভবনে বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির, বিশ্ব নন্দিত মোফাচ্ছেরে কোরআন, জামেয়া রাহমানিয়া বেড়তলা সরাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিছ আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী ইন্তেকাল করার পরদিন শনিবার(১৮এপ্রিল) সকাল ১০টায় নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। জাবাযাশেষে মাদ্রাসা প্রাঙ্গনে আল্লামা যুবায়ের আহমেদ আনসারীকে দাফন করা হয়। জানাযায় ইমামমতি করেছেন আল্লামা যুবায়ের আহমেদ আনসারীর দ্বিতীয় পুত্র হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। জনপ্রিয়তা ও ভালবাসার টানে হাজার হাজার আলেম ওলামা ও তৌহিদি জনতা করোনা পরিস্থিতির ভয়কে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে উক্ত জানাযায় অংশগ্রহন করেন। জনতার উপচে পড়া ভীড়ে জানাযার মাঠ কানায় কানায় পূর্ণ হয়েও মাঠসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ১কিলোমিটার পর্যন্ত মহাসড়কে মুসুল্লিরা কাতারবন্দী হয়ে জানাযার নামাজে অংশগ্রহন করেন। কিন্তু এত বিশাল জনস্রোত ঠেকানো পুলিশের পক্ষে সম্ভব না হলেও এই ব্যর্থতার দায়কে চাপিয়ে সরাইল থানার জনপ্রিয় ওসি সাহাদাত হোসেন টিটোকে প্রত্যাহার করার খবরে অনেকেই মর্মাহত হয়েছেন। এ ব্যাপারে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসির এই প্রত্যাহার আদেশ বাতিলের দাবি জানিয়ছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন