১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল থানার চৌকুস পুলিশ অফিসার মোঃ শাহজালাল হাইওয়ে পুলিশে বদলী, আবেগঘন স্ট্যাটাস

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার এএসআই মোঃ শাহজালাল হাইওয়ে পুলিশে বদলির আদেশ পেয়েছেন। বদলিজনিত কারনে তিনি সরাইল থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগেই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। নিজ কর্মস্থল সরাইলে কাজ করতে গিয়ে যাদের সার্বিক সহযোগিতা পেয়েছেন তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য এএসআই শাহজালাল সরাইল থানায় নিজ দায়িত্ব পালন কালে অপরাধীদের বিরুদ্ধে অনেক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে সফল হয়েছেন। অনেক হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন করে তিনি দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এছাড়া ডাকাতি বন্ধে ডাকাতদের বিরুদ্ধেও তিনি দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন বলে জানা গেছে। এছাড়া চাঞ্চল্যকর ১৪১ভরি স্বর্ণ উদ্ধারে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন। মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়তে তিনি নিরলসভাবে কাজ করেছেন। চৌকুস পুলিশ অফিসার হিসেবে তিনি সরাইলে ইতিমধ্যেই সুনাম অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

এএসআই শাহজালাল এর ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাস্টি তুলে ধরা হলোঃ

প্রিয় সরাইলবাসী…….
আসসালামু আলায়কুম।।

তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়।
কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা।

শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে।

বিদায় হচ্ছে বিচ্ছেদ। আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট।

প্রিয় সরাইলবাসী………
আপনাদের ভালবাসা আমি ভুলতে পারবনা।আর ভুলব ও না।

অপরাধ দমনে এবং আমার প্রতিটি পদক্ষেপে আপনারা আমাকে যে ভাবে সহযোগিতা করেছেন।
আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

চুরি-ডাকাতি রোধ,
ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্ব পালনে আমার সহ-কর্মীদের পাশাপাশি সরাইলের জনগনকেও আমার পাশে পেয়েছি।

সাংবাদিক ভাইয়েরাও আমার ভালো কাজে উৎসাহ দিয়েছেন। আমি সাংবাদিক ভাইদের দ্বারা কোন ধরনের কষ্ট পাইনি।আপনাদের ভালবাসায় আমি মুগ্ধ।

সরাইলে আমি সব সময় মন থেকেই কাজ করেছি। আমি চেষ্টা করেছি অত্যাচারিত মানুষগুলোর দুঃখ কষ্ট দূর করতে।

আমি সরাইলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করেছি।”

হয়তো এই সরাইলে আমার আর আসা হবেনা। আবার আসতেওপারি।
কিন্তু, সরাইলের মানুষের সাথে আমার যেই রক্তের সম্পর্ক এবং ভালোবাসার আদান প্রদান ঠিকই অটুট থাকবে।

আমি সব সময় আমার সহকর্মীদের সমস্যা জানতে চাইতাম; তাদের সঙ্গে একসাথে খাবার রান্না করে খেতাম।

হয়তো তাদের সাথে আর এভাবে খাবার রান্না করে খাওয়া হবে না। এটাই কিন্তু দুর্ভাগ্য।
আসলে দুর্ভাগ্য নয়, এটাই নিয়তি।
হয়তো বা এক সময় আমাকে চলে যেতে হতোই
তাই আমি চলে যাচ্ছি।”

আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ পুলিশ আমার সিনিয়র স্যার দের প্রতি। যাদের দেখানো পথে আমি চলেছি,এবং বাকি পথটুকু এইভাবেই চলতে চাই।

আমি আরো কৃতজ্ঞতা জানাই সরাইলবাসীর প্রতি যাদের ভালবাসা আর অনুপ্রেরণা —
আমার চলার পথকে আরো গতিময় করে তুলেছে।
আমার অনুরোধ থাকবে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যদি কোন দিন খারাপ আচরণ করে থাকি তারজন্য আমাকে হ্মমা করে দিবেন।
আমার জন্য দোয়া করবেন সবাই।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন