সরাইল থানার ওসি মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার উদ্যাগে ১৬জন অনাথ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার উদ্যাগে অনাথ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার(২০ আগস্ট) সকাল ১০টা ১৫মিনিটে উপজেলার নোয়াগাওঁ ইউনিয়নের কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিতা-মাতাহীন ১৬জন অনাথ শিশু শিক্ষার্থীর মাঝে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস(জামা-কাপড়) বিতরণ করেন ওসি মো: মফিজ উদ্দিন ভূইঁয়া। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় সহযোগিতার হাত প্রসারিত করে সমাজের বিত্তবানদের এধরনের কাজে এগিয়ে আসার আহব্বান জানান সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া আইজি ব্যাজ(বার)।
আপনার মন্তব্য লিখুন