সরাইল চুন্টা ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারী আমান উল্লাহ আমানের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ , ৬ মে ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। শনিবার(৫মে) বাদ মাগরিব সরাইল উপজেলা সদরের প্রাত:বাজারে অবস্থিত হোটেল বোরহান(২) এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দল নেত্রী শামীমা ইস্কান্দর, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফুজায়েল চৌধুরী, সাজিদুর রহমান, সরাইল উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ জিল্লু, প্রচার সম্পাদক আহাদ মৃধা, যুবদল নেতা কামাল মিয়া, সাফায়েত ইসলাম শিবলু, শিবলী মিয়া, সরাইল উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: আকবর, সরাইল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক মো: খোকন মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মো: শাহাদাত হোসেন বাবু, সরাইল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোস্তাক আলম খন্দকার রিগ্যান, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মৈশান, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক উজ্জল মিয়া, সদস্য সচিব মো: রুহুল আমিন, কালিকচ্ছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সামসু মিয়া, যুগ্ম সম্পাদক রাকিব মিয়া, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, পানিশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা জুনাইদ আহমেদ, মো: ইব্রাহীম ও দ্বীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারী আমান উল্লাহ আমানের জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয় এবং উপস্থিত সকলে তাঁকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন