সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ইফতার মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ , ৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ইফতার মাহফিল
এম এ করিম সরাইল( ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ এপ্রিল) বাদ আছর উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় শপার্স গ্যালারিতে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে মাদরাসার এতিম শিক্ষার্থীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নুরুল হুদা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র আইন উপদেষ্টা আইনজীবী মো. আশরাফ উদ্দিন মন্তু, ঠিকাদার মো. শফিকুল ইসলাম খন্দকার সেলু, সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.কায়কোবাদ, সরাইল মনোয়ারা হাসপাতালের পরিচালক মো. বিপ্লব হোসাইন, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সরাইল সম্রাট ফার্নিচারের স্বত্বাধিকারী মো. ফয়সাল আহমেদ মৃধা দুলাল, ইউনিয়ন পরিষদ সচিব মো. মাহবুবুল আলম জুয়েল, বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, ভোরের কাগজ পত্রিকার সরাইল প্রতিনিধি জহিরুল ইসলাম রিপণ ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিমসহ রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থী ও অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বয়ান পেশসহ দোয়া পরিচালনা করেন উচালিয়াপাড়া মাদরাসার শিক্ষক মাওলানা আশরাফ আলী ও মুফতী উসমান গণি।
আপনার মন্তব্য লিখুন