সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিসুল ইসলাম ঠাকুর দুর্ঘটনায় আহত
বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ , ১৩ মার্চ ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিসুল ইসলাম ঠাকুর দুর্ঘটনায় আহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিসুল ইসলাম ঠাকুর দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) সন্ধায় সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশে বড়দেওয়ান-বণিক পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানান, শুক্রবার সন্ধায় উপজেলা সদরের বড় দেওয়ান পাড়ার নিজবাড়ি থেকে মাগরিব নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সরু রাস্তায় ইউটার্ণ করার সময় রাস্তার পার্শ্ববর্তী দেওয়াল ঘেষেঁ দাঁড়ানো অবস্থায় বিএনপির এই নেতাকে মাইক্রোবাসটি চাপ দেয়। এ সময় তিনি বুকে প্রচন্ড চাপ অনুভব করে অচেতন হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাৎক্ষনিক তাঁর বুকের এক্সরে করা হয় ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুর এর শারীরিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন