সরাইল উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান পুষ্প স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি বাতিল করা হয়। জানা যায়, আব্বাস উদ্দিনকে আহবায়ক ও জয়নাল আবেদীন রাজুকে সদস্য সচিব করে গত ৯সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম আবুল বাশার ও সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম এর স্বাক্ষরে সরাইল উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন হওয়ার বেশ কয়েকদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় তা প্রকাশ পায়। হঠাৎ করে স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদনের খবরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উক্ত কমিটি প্রকাশ হওয়ার পর ব্রাহ্মণজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দিলিপ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেন, “সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দল কমিটি গঠন ও অনুমোদনের বিষয়টি শুধু মাত্র সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এর মনগড়ামত পকেট কমিটি। এর বাহিরে আমার জানামতে জেলা স্বেচ্ছা সেবক দলের অন্য কেহ অবগত নয়।” এছাড়া উক্ত কমিটি অনুমোদনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মুখরোচক আলোচনার সৃষ্টি হয়। বিশেষ কারন উল্লেখ করে আজ মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের প্যাডে লিখিত বিবৃতিতে ও জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান পুষ্প স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরাইল উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নব গঠিত ৪১ সদস্যের উক্ত আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে।পরর্তীতে কেন্দ্রীয় সংসদের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন