সরাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদে সরকার কানিজ সুলতানা জুইঁ নির্বাচিত হওয়ায় সরাইলে আনন্দ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক পদে সরকার কানিজ সুলতানা জুইঁ নির্বাচিত হওয়ায় সরাইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এ আনন্দ মিছিল হয়। আনন্দ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও কর্মীরা অংশগ্রহন করেন। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত নেতা-কর্মীরা জুঁইঁ এর গলায় পুষ্পমাল্য অর্পণ করে তাকে স্বাগত ও অভিনন্দন জানান। উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত যুগ্ম আহবায়ক সরকার কানিজ সুলতানা জুইঁ সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের মেয়ে ও সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার এর বোন। সরাইল উপজেলা ছাত্রলীগের ইতিহাসে প্রথমবারের মত নারী নেত্রী হিসেবে উপজেলা ছাত্রলীগের নবগঠিত ৪৯সদস্যের কমিটিতে যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হওয়ায় সরকার কানিজ ফাতেমা জুঁই ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপিকে ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন