সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ , ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার(১০অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ মিছিল হয়। সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় বক্তাগণ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্থি হিসেবে ফাঁসি দাবি করেন।
আপনার মন্তব্য লিখুন