এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১০আগস্ট) দুপুরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ঐতিহাসিক সরাইল আরিফাঈল মসজিদ পরিদর্শন শেষে সেখানে জুম্মা নামাজ আদায় করে তিনি ঐতিহাসিক এই মসজিদে টাইলস বসানো উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেন । পরে তিনি সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সরাইল ক্রিয়েটিভ কর্ণার পানিশ্বর পালপাড়া মৃৎশিল্প পণ্য বিপণন কেন্দ্র ও সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার অফিস উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ শের অালম মিয়া, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়া, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমত অালী, ডেপুটি কমান্ডার মো: আনোয়ার হোসেন, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা অাহমাদুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান অাব্দুল জব্বার, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ অাইয়ুব খান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো: বদর উদ্দিন বদু, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুবলীগ সভাপতি এডভোকেট অাশরাফ উদ্দিন মন্তু, সরাইল উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক এস এম ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ অালী।
আপনার মন্তব্য লিখুন