সরাইল উপজেলা অগ্রনী ব্যাংক শাখার প্রথম ব্যবস্থাপক মোহাম্মদ আবিদুর রহমান, সকলের দোয়া কামনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের শফিকুর রহমানের পুত্র মোহাম্মদ আবিদুর রহমান অগ্রনী ব্যাংক, সরাইল শাখার প্রতিষ্ঠাতা প্রথম ব্যবস্থাক। ২০১০ সালের ১৩ মে নতুন এই শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করে অদ্যাবদি সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে জেলা শহরের শিমরাইল কান্দি এলাকায় তিনি সপরিবারে বসবাস করে আসছেন। আজ বৃহস্পতিবার(২৮জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় অগ্রনী ব্যাংক, সরাইল শাখায় এই প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইতিধ্যেই ৩হাজারের অধিক গ্রাহক এই শাখা থেকে সেবা গ্রহন করছেন। সাধারণ গ্রাহক বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদেরকে অগ্রনী ব্যাংকের গ্রাহক হিসেবে যুক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছি। ইতিমধ্যেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষককে অগ্রনী ব্যাংকের গ্রাহক সেবায় অন্তর্ভুক্ত করেছি। মাধ্যমিক শিক্ষকদের এই সেবায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। সেই সাথে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদের এই শাখার গ্রাহক হতে উদ্বুদ্ধ করছি। আশা করি দিন দিন এই শাখার গ্রাহক সংখ্যা ও সেবার মান আরও উন্নত হবে ইনশাল্লাহ।
সেই সাথে আরও বলেন, আশুগঞ্জ অগ্রনী ব্যাংক শাখায় অফিসার হিসেবে ২০১০সালে প্রথম যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেছেন তিনি। পরবর্তীতে জোনাল অফিসে দায়িত্ব পালন করেছেন ।
মেধাবী ও পরিশ্রমী এলাকার তরুন এই কৃতি সন্তান সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন