সরাইলে ৬০পিস ইয়াবাসহ গ্রেপ্তার:২
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬০পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার থেকে সরাইল থানার এস আই আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় এ এস আই মোঃ এমরান এবং এ এস আই শহিদুল ইসলামসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতরা হলেন ১। মোঃ হারিছ মিয়া (৩০) পিতা- মোঃ কাউছার মিয়া গ্রাম- চরচারতলা (খান মোহাম্মদ সরকার বাড়ী) , উপজেলা/থানা- আশুগঞ্জ, ব্রাম্মণবাড়িয়া, ২। মাহমুদুর রহমান (সবুজ) (৩০), পিতা- জামালুর রহমান মোশারফ স্থায়ী : গ্রাম- ঘোড়াকান্দা, উপজেলা/থানা- ভৈরব, কিশোরগঞ্জ। সরাইল থানার এস আই আবু বকর সিদ্দিক জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরাইল থানার মামলা নং- ১৩ জি,আর,নংঃ ৩২৭/১৭ তারিখ- ১৭ ডিসে, ২০১৭, ০০.০৫, ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) রুজু করিয়া গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন