সরাইলে ৫০ জন ক্ষুদে নামাজীকে পুরস্কার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে ৫০ জন ক্ষুদে নামাজীকে পুরস্কার
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫০ জন ক্ষুদে নামাজীকে পাঞ্জাবি, হিজাব, হটপট, ঘুড়ি, জগ, গ্লাস পুরস্কার দেয়া হয়েছে। এক নাগারে নিয়মিত ৪০দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করায় তাদেরকে এ পুরস্কার দেয়া হয়।
শুক্রবার বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর চান্দের পাড়া শাহী জামে মসজিদে
ক্ষুদে ওই নামাজীদের পুরস্কৃত করা হয়। এজি চ্যারিটি ফাউন্ডেশন নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওই মসজিদের খতিব মাওলানা ইয়াছিন বিন সিরাজ, এজি চ্যারিটি ফাউন্ডেশনের চেয়াম্যান বিশিষ্ট সমাজ সেবক শাফায়েত উল্লাহ (শাফী), সহ-সভাপতি নাজমুল হাসান, ভূঁইশ্বর হেফাজতে ইসলাম সংগঠনের সভাপতি মুফতী মোজ্জাম্মিল হক সিরাজী, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, মসজিদের সভাপতি মোঃ লোকমান সরকার, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা এনায়েত উল্লাহ, মাওলানা দেলোয়ার ও মোঃ রাসেলসহ অত্র মসজিদের মুসল্লী বৃন্দ।
আপনার মন্তব্য লিখুন