২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ৫মামলায় পলাতক আসামী গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ , ১৬ মার্চ ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার এজহারভুক্ত ৫মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪মার্চ দিবাগত রাতে সরাইল থানা এলাকার দীর্ঘদিনের পলাতক আসামী জামাল মিয়া, পিতা- মৃত আব্দুল হাই, সাং- শাহবাজপুর (পাথরিয়াপাড়া) থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। গ্রেফতারকৃত জামাল মিয়া সরাইল থানার ১। এফ আই আর নং-১৫, জি,আর,নং- ৭২/১৮, তারিখ- ১৫ মার্চ, ২০১৮, ঘটিকা ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; এই মামলায় এেজাহারে অভিযুক্ত, ২। এফ আই আর নং-৩১, জি,আর-৪১৬/১৬, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০১৬,া ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্র্রব্য নিয়ন্ত্রণ আইন ; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ৩। এফ আই আর নং-৩৯, জি,আর- ৩৫৭/১৬, তারিখ- ২৬ অক্টোবর, ২০১৬;ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত , ৪। এফ আই আর নং-৩৭, তারিখ- ২৩ অক্টে, ২০১৫; ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ৫। সি,আর- ৩৫/১৮, মামলায় এজহারভুক্ত আসামী। এ ব্যাপারে সরাইল থানার এস আই মো: আবু বকর সিদ্দিক জানান, অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া মহোদয়ের দিক-নির্দেশনা ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ৫মামলায় পলাতক আসামী জামাল মিয়াকে গ্রেপতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন