২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ৪৭ বোতল ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে ৪৭ বোতল ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার

এম এ করিম রাইল ( ব্রাহ্মণবাড়িয়া)

ঢাকা – সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪৭ বোতল ফেনসিডিলসহ ২ নারীকে গ্রেফতার করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে রোজিনা আক্তার (২৫) ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের ৩ নং ওয়ার্ডের জাকির হোসেনের স্ত্রী হাছিনা বেগম (৪০)।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায় , হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড়ে অভিযান চালিয়ে রোজিনা আক্তার (২৫) এর শরীরে বিশেষ ভাবে রক্ষিত ২৫ বোতল ফেনসিডিল ও হাছিনা বেগমের (৪০) কাছ থেকে ২২ বোতল ফেনসিডিলসহ সর্বমোট ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন