সরাইলে ৫দিন ধরে যুবক নিখোঁজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫দিন ধরে ফল ব্যবসায়ী এক যুবক নিখোঁজ রয়েছে। উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মো: ওবায়দুর রহমানের পুত্র মো: ছফি উল্লাহ(১৯) গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যপারে নিখোঁজ মো: ছফি উল্লাহ এর পিতা মো: ওবায়দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়রী(জিডি) করেছেন। জিডি নং ১৩৩১ তারিখ: ২২/০৭/২০১৮। লিখিত জিডি ও নিখোঁজ যুবকের পারিবারিক সূত্রে জানা যায়, মো: ছফি উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কুমারশীল মোড়ে সাবেক মেম্বার মো: আব্দুর রহমানের ফলের দোকানে কাজ করতেন। প্রতিদিনের মত তিনি গত ২০/০৭/২০১৮ তারিখ শুক্রবার সকাল ৯টায় নাস্তা করার উদ্দেশ্যে ফলের দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে(০১৭৩৯৭৩৭৪২৬) ফোন করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেই থেকে তাঁর পিতা ও আত্বীয়স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোজিঁ করেও তারঁ কোনো সন্ধান পাননি। ৫দিন ধরে নিখোঁজ মো: ছফি উল্লাহ এর পরিবারে চলছে সন্তান ফিরে পাওয়ার ব্যকুলতা। নিখোজঁ সন্তানকে ফিরে পেতে প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আকুতি জানিয়েছেন নিখোঁজ মো: ছফি উল্লাহ এর পিতা মো: ওবায়দুর রহমান ও চাচা জেলা সদরের পুরাতন জেল রোডে অবস্থিত আর এস ড্রাগ হাউজের সত্ত্বাধিকারী মো: আব্দুল হামিদ ভূঁইয়া।
আপনার মন্তব্য লিখুন