সরাইলে ৩দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট(পিআইবি) আয়োজিত ৩দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা গত ২১আগস্ট সরাইল উপজেলা মিলনায়তনে শুরু হয়ে আজ ২৩আগস্ট বুধবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার( অ.দা.) মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় পিআইবির পরিচালক আনোয়ারা বেগম, সরাইলের কৃতি সন্তান পিআইবির সাবেক মহাপরিচালক প্রয়াত হাবিবুর রহমান মিলনের কন্যা প্রশিক্ষক রাফিজা রহমান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় দিনে প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার পান্ডে। সরাইল প্রেসক্লাব, নাসিরনগর প্রেসক্লাব ও বিজয়নগর প্রেসক্লাবের ৩৫(পয়ঁত্রিশ) জন সাংবাদিক উক্ত প্রশিক্ষণ গ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন