সরাইলে ১ দিনের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সরাইলে ১ দিনের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ দিনের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে ৩ জন নির্মাণ শ্রমিক এবং পরদিন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এক প্রবাসী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মৃত ৪ জন হলেন উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের ইউনুছ মিয়ার পুত্র নির্মাণ শ্রমিক লোকমান মিয়া (২৫), একই এলাকার হান্নান মিয়ার পুত্র নির্মাণ শ্রনিক আমজাদ (১৫), জিলুকদার পাড়া এলাকার মজিবুর রহমান এর পুত্র নির্মাণ শ্রমিক শরীফ ওরফে ডিপজল (১৪) এবং অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত হাজী ধন মিয়ার ছেলে প্রবাসী বাবুল মিয়া(৪০)।
একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন এলাকার জনগণ। এ ব্যপারে সকলকে যথাযথ সাবধানতা অবলম্বন করার পাশাপাশি উপজেলার বিদ্যুৎ সরবরাহে জরাজীর্ণ বৈদ্যুতিক তারের পরিবর্তন করে প্লাস্টিক মোড়ানো বৈদ্যুতিক তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
আপনার মন্তব্য লিখুন