৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ১০০ বস্তা রিলিফের চাল আটক মামলায় ধরা পড়েনি মূল আসামীরা, জনমনে মিশ্র প্রতিক্রিয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লিখা শতাধিক বস্তা রিলিফের চাল পাচারের সময়ে আটক হওয়া মামলার মূল আসামীরা অদ্যাবদি গ্রেফতার না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ মামলায় প্রকৃত আসামিদের ধরাছোঁয়ার বাইরে রাখতে একটি বিশেষ মহল তৎপর রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ মামলায় এজাহারভুক্ত সাতজন ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জন ব্যক্তিকে আসামি করা হলেও রিলিফের এসব চাল উদ্ধারের সময়ে আটক পাঁচ দুস্থ শ্রমিককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে এ মামলার এজাহার নামীয় অন্যতম আসামি শাহজাহান ও ওসমান এই দুইজনকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। অনেকের ধারনা, শাহজাহান গ্রেফতার হলে সরকারি এ চাল পাচারের সাথে জড়িত মূল হোতাদের আসল গুমর ফাঁস হবে। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ভিজিডি’র ১০০ বস্তা চাল আটক করে পুলিশ। এসময় দুটি ট্রাক্টর সহ পাঁচ শ্রমিক শাকিল, রাজন, সাইফুর রহমান, মাসুদ ও তৌহিদ মিয়া ঘটনাস্থল থেকে পুলিশের হাতে আটক হন। এদিকে সরকারি এ চাল উদ্ধারের ঘটনায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সচিব ও সেই ইউনিয়নের ট্যাগ অফিসারকে (রিলিফ অফিসার) কারণ দর্শানোর নোটিশ দেন। পরবর্তীতে তাঁরা তিন কার্য দিবসের মধ্যে নোটিশের জবাবও দিয়েছেন বলে জানা গেছে।  এ ব্যাপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক বলেন, এ মামলায় পুলিশ তৎপর রয়েছে। এটি সরকারি চাল আত্মসাৎ মামলা। কাউকে ছাড় দেওয়া হবে না। এ মামলায় আটক পাঁচজনের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী অফিসার আদালতে উপস্থিত থেকে এ রিমান্ড শুনানিতে অংশ নিবেন। আসামি শাহজাহান মিয়াকে গ্রেফতার করতে আমরা ইতোমধ্যে একাধিক স্থানে অভিযান চালিয়েছিলাম। তবে তাকে গ্রেফতারে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন