সরাইলে হেফজ মাদ্রাসার উন্নয়নে ২০ব্যাগ সিমেণ্ট দান করেছেন ” নূরুন ফাউন্ডেশন”
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ , ২৪ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হেফজ মাদ্রাসার উন্নয়নে ২০ব্যাগ সিমেন্ট দান করেছেন “নূরুন ফাউন্ডেশন”। আজ রোববার(২৪মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়া নূরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার নবনির্মিত ঘরে দানকৃত ২০ব্যাগ সিমেন্ট নিয়ে আসেন “নূরুন ফাউন্ডেশনের” কো-অর্ডিনেটর নিয়াজ উদ্দিন ঠাকুর রানা ও অফিস কো-অর্ডিনেটর খন্দকার মামুনুর রশিদ। এ সময় মাদ্রাসার পক্ষ থেকে উক্ত সিমেন্ট গ্রহন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারী এম এ করিম মাস্টার। এ সময় নূরুন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নিয়াজ উদ্দিন ঠাকুর রানা সরাইল নিউজ ২৪.কমকে বলেন, তার ছোট ভাই আমেরিকা নিউওয়ার্ক ইউনিভার্সিটির প্রফেসর ড. কুতুব উদ্দিন ঠাকুর রনি তাদের মায়ের নামে নূরুন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই নূরুন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় দান করার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সাহায্য করে যাচ্ছে । এ ধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সাথে তাঁর মায়ের জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন